Breaking News

MON VALO NEI BY TOPU FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][ MON VALO NEI BY TOPU FULL BENGALI SONG LYRICS IN BANGLA ][

 মন ভালো নেই, বলনা কিছুতেই

তবু বুঝে নেবে, 
কে আছে...  । 



দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙা পথ
সাথী কে হবে?

যদি কখনো আমায়
মনে পড়ে যায়, 
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়। 

যদি কখনো ছুঁয়ে 
দিতে ইচ্ছে হয়, 
সাগর হয়ে আজ
জড়াবো তোমায়। 

কে বল কে?
দেখাবে পথ তোমাকে, 
যদি যাও হারিয়ে
এ শহরে। - [ ২ বার ] 

যদি কখনো আমায়
মনে পড়ে যায়, 
খোলো দুয়ার আকাশে
আমি তারাময় । 

হাওয়াতে এলো চুল, মুখে এসে পড়ে
যদি না থাকে তা, কে সরাবে? - [ ২ বার ] 

যদি কখনো আমায়
মনে পড়ে যায়, 
খোলো দুয়ার আকাশে
আমি তারাময়। 

যদি কখনো ছুঁয়ে 
দিতে ইচ্ছে হয়, 
সাগর হয়ে আজ
জড়াবো তোমায় । 

যদি কখনো আমায়
মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে
আমি তারাময় । 

যদি কখনো ছুঁয়ে 
দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ
জড়াবো তোমায় ।

Download File

ভাষায় ব্যবসায় এক ধরনের সামাজিক কর্মকাণ্ড (বিজ্ঞান) যেখানে নির্দিষ্ট সৃষ্টিশীল ও উৎপাদনীয় লক্ষ্যকে সামনে রেখে বৈধভাবে সম্পদ উপার্জন বা লাভের উদ্দেশ্যে লোকজনকে সংগঠিত করা হয় ও তাদের উৎপাদনীয় কর্মকাণ্ড রক্ষণাবেক্ষণ করা হয়। ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন এবং এর সহায়ক সবরকম বৈধ, ঝুঁকিবহুল ও ধারাবাহিক কার্যকে ব্যবসা বলে।

আইনানুসারে, ব্যবসা বলতে সেই সংগঠনকে বুঝায়, যা অর্থের বিনিময়ে ভোক্তাকে পণ্য বা সেবা কিংবা, দুটো সুবিধাই প্রদান করে। পুঁজিবাদ অর্থনীতিতে ব্যবসায় লক্ষণীয়ভাবে বিদ্যমান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে প্রায়, সব ব্যবসায় প্রতিষ্ঠান ব্যক্তিমালিকানায় পরিচালিত হয়, যা গঠন করা হয় মূলত মুনাফা অর্জন করে মালিকের পুঁজি বৃদ্ধির জন্যে। ব্যবসায় মুনাফার জন্য ব্যক্তি মালিকানার ব্যবসায় প্রতিষ্ঠান গুলোর মালিক বা পরিচালকবৃন্দের মূল উদ্দেশ্যের মধ্যে একটি হলো, ঝুঁকি গ্রহণ ও কার্যের বিপরীতে বিনিয়োগকৃত পুঁজি ফেরত পাওয়া। মুনাফাবিহীন বা রাষ্ট্র মালিকানার অধীনেও ব্যবসায় করা যায়।

"ব্যবসায়" শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে "ব্যস্ত থাকা" অর্থাৎ হয় ব্যক্তিগতভাবে অথ

No comments