ফুটবল বিশ্বকাপ উন্মাদনা
#হুগলি: ফুটবল বিশ্বকাপ উন্মাদনা গোটা দেশ জুড়ে। বিশ্বকাপের দরবারে ভারত না থাকলেও ভারতীয়রা রয়েছেন। যদিও ভারতীয় বলা ভুল হবে কারণএই একমাস যাবত নিজেদেরকে পছন্দের দেশের বাসিন্দা হিসেবে মেনে নেন সমর্থকরা। পাড়ায় পাড়ায় কোথাও হয়ে ওঠে আর্জেন্টিনা কোথাও বা ব্রাজিল কোথাও স্পেন কোথাও বা পর্তুগাল। ঠিক তেমনই হুগলির চন্দননগর হয়ে উঠেছে এক টুকরো ফ্রান্স।
শেষ ম্যাচে চার এক গোলে ফ্রান্সের জয়ের পর শনিবার ফ্রান্স, ডেনমার্কের সঙ্গে খেলতে মাঠে নামছে। তার আগে নিজেদের পছন্দের দল ফ্রান্সকে উৎসাহিত করতে সমর্থকরা নেমে পড়লেন মাঠে। একসময় চন্দননগরের পূর্ব নাম ছিল ফরাসডাঙ্গা। চন্দননগরে ফরাসিরা উপনিবেশ তৈরি করেছিল। তবে ইংরেজদের মতো না অত্যাচারী ছিল না তারা।
আরও পড়ুন - এ খবর একেবারে জবরদস্ত, এবার বাংলার ভাগ্যেও বন্দে ভারত এক্সপ্রেস
বরং ইংরেজদের বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামীদের একটি ঘাঁটি হয়েছিল হুগলির চন্দননগর। তাই আজও চন্দননগরের বাসিন্দাদের মনে ফরাসিদের প্রতি এক বিশেষ মর্যাদা রয়েছে। এখনো চন্দননগরে ফরাসিদের অনুদান আসে। ফরাসির সেনাপ্রধান মসিয়ে ডুপ্লেক্সের নামে রয়েছে একটি কলেজ। ডুপ্লেক্স এর বাড়ি বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে। স্বভাবতই চন্দননগরের বাসিন্দারা ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে নিয়ে বিশেষভাবে উৎসাহী।
No comments