Breaking News

মেয়ে পটানোর সেরা ৫ টি ডায়লগঃ

 

মেয়ে পটানোর সেরা ৫ টি ডায়লগঃ-  



হ্যালো বন্ধুরা, আজকে আমি মেয়ে পটানোর অসাধারন ৬টি ডায়লগ নিয়ে হাজির হয়েছি।
এই ডায়লগ গুলো ইউজ করে যে কোন মেয়েকে ইমপ্রেস করতে পারবেন।
তো চলুন কথা না বাড়িয়ে ডায়লগ গুলো দেখে নিন।
-
ডায়লগ নাম্বার - ১ :-
আপনি যদি কোনো মেয়েকে প্রশংসা করে পটাতে চান।
তাহলে মেয়েটির কন্ঠের প্রশংসা করা স্বরুপ, মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন।
-
ক্যাটবেরি চকলেট ও এতোটা মিষ্টি লাগেনা।
তোমার কথা যতোটা মিষ্টি লাগে।
-
ডায়লগ নাম্বার - ২ :-
আপনি যে মেয়েকে অনেক বেশি পছন্দ করেন।
অর্থ্যাৎ যে মেয়েটি আপনার কাছে একদম স্পেশাল।
এমন মেয়েকে ইমপ্রেস করতে মেয়েটিকে এটি বলতে পারেন।
-
তুমি একদম আলাদা..!
অনেকটা বকুল ফুলের গন্ধের মতো।
যার সাথে অন্য কোন কিছুর তুলনা হয়না।
-
ডায়লগ নাম্বার - 3 :- 
আপনার বান্ধবী অথবা যে মেয়ের সাথে আপনি ফ্রি মাইন্ডে কথা বলেন।
এমন মেয়েকে পটাতে চাইলে, মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন।
-

তোমার কাছে কি হেলমেট আছে..?
মেয়েঃ না,
অথবা বলতে পারেঃ কেন..?
আপনিঃ থাকলে প্লিজ আমাকে দাও।
তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় তো ২০০ কিঃ মিঃ স্পিডে ছুটতেছে।
কখন যে এ্যাকসিডেন্ট হয়ে যায়, বলা যায়না..।
-
ডায়লগ নাম্বার - ৪:-
যে মেয়ের সাথে আপনি আগে থেকেই মজা করেন, দুষ্টামি করেন।
এমন মেয়ের সাথে লাইন মারতে চাইলে মেয়েটিকে দেখে এটি বলতে পারেন।
-
তোমার কাছে কি ফায়ার সার্ভিসের নাম্বার আছে?
মেয়েঃ না।
অথবা বলতে পারেঃ কেন..?
আপনিঃ তোমাকে দেখে আমার হৃদয়ে তো আগুন লেগে গেছে।
-
ডায়লগ টা দেওয়ার একটু পর
মুচকি হেসে বলবেন ঃ মজা করলাম।
তবে সত্যিই তোমাকে অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু।
-
ডায়লগ নাম্বার - ৫ :- 
যদি কোন মেয়ের হাসির প্রশংসা করতে চান পাশাপাশি মেয়েটিকে মজাও দিতে চান।
তাহলে মেয়েটির হাসি দেখে মেয়েটিকে মজা করে এটি বলতে পারেন।
-
প্লিজ এতো মিষ্টি করে হাসি দিওনা!
মেয়েঃ কেন..?
আপনিঃ তুমি টিভিতে পেপসোডেন্টের বিজ্ঞাপন দেখনি?
বেশি মিষ্টি খেলে দাঁতে ক্যাভেটি হয়।


Download File

পরিভাষায় ব্যবসায় এক ধরনের সামাজিক কর্মকাণ্ড (বিজ্ঞান) যেখানে নির্দিষ্ট সৃষ্টিশীল ও উৎপাদনীয় লক্ষ্যকে সামনে রেখে বৈধভাবে সম্পদ উপার্জন বা লাভের উদ্দেশ্যে লোকজনকে সংগঠিত করা হয় ও তাদের উৎপাদনীয় কর্মকাণ্ড রক্ষণাবেক্ষণ করা হয়। ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন এবং এর সহায়ক

No comments