Breaking News

বেকড রসগোল্লা রেসিপি খুঁজছেন বাড়িতে বানানোর জন্য?

বেকড রসগোল্লা রেসিপি খুঁজছেন বাড়িতে বানানোর জন্য?

Baked Rosogolla Recipe in Bengali

মিষ্টি ভালোবাসেন? বাড়িতে চেষ্টা করার জন্য দুর্দান্ত একটি মিষ্টি রেসিপি খুঁজছেন? তাহলে ঘরে বসে এই বেকড রসগোল্লা রেসিপিটি try করে দেখুন।

কলকাতায় বেকড রসগোল্লা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে গত কয়েক বছরে। বিখ্যাত বাঙালি মিষ্টির দোকান বলরাম মল্লিক প্রথমে এই বেকড রসগুল্লা কলকাতায় চালু করেন।

এটা হলফ করে বলতে পারি যে বেকড রসোগোল্লার স্বাদ সত্যি দুর্দান্ত, এবং নতুন নলুন গুড় (শীতকালের তাজা গুড়) দিয়ে তৈরি করা গেলে এটি এক্কেবারে awesome।

আমি মাইক্রোওয়েভ এবং গ্যাস ওভেনে তৈরি করেছি এই বেকড রসগোল্লা বাড়িতে। আর এই ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি এই baked rosogolla recipe video তে।  

আমি রেসিপিটি যতটা সহজ হতে পারে সহজ করার চেষ্টা করেছি। তবে সত্যি কথা হলো বাঙালি মিষ্টি রেসিপি তৈরি করার করার জন্য বেশ কিছুটা ধৈর্য দরকার।

এই বেকড রসোগোল্লার রেসিপিটির জন্য আমি গ্যাস ওভেন এবং মাইক্রোওয়েভের সংমিশ্রণটি ব্যবহার করেছি, তবে আপনি কোনও মাইক্রোওয়েভ বা ওটিজি ব্যবহার না করে বেকড রসগোল্লা সম্পূর্ণ গ্যাসেও তৈরি করতে পারেন।

তো, চলুন শুরু করা যাক। দেখে নি কেমন ভাবে বানাবেন বেকড রসগোল্লা।

Recipes You Must Try:
এই আমের কুলফি বাড়িতে বানিয়ে তাকে লাগিয়ে দিন সবাই কে!
কস্তুরী মেথি দিয়ে মালাই চিকেন রেসিপি বাঙালি স্টাইলে
ইংরেজি স্টাইলের ডিম কোবিরাজি কাটলেট
কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি রেসিপি
সর্ষে পোস্ত দিয়ে কাসুন্দি চিংড়ি
Homemade Chocolate Cake Recipe

AuthorSa9geetaCategoryDesserts RecipesDifficultyAdvanced

Looking for an awesome dessert idea to try at home for satiating your sweet cravings? Then try this mouth-watering Baked Rosogolla Recipe at home!

In Kolkata, the Baked rosogolla recipe has been gaining a lot of popularity in the last couple of years after the famous Bengali sweet shop Balaram Mullick introduced this tweaked version of Bengali rasagulla.

Subscribe to our Youtube channel for more homemade recipe videos.

Let me tell you this. The Baked roshogolla tastes just fantastic, and when made with notun gur (seasonal fresh jaggery) it is simply an out of the world experience.

In this step by step recipe video of baked rasgulla made in a microwave and gas oven, I have tried to make the recipe as simple as it could be. It needs a bit of patience when you try to make Bengali sweet recipes at home.





Download File


I have used a combination of gas oven and microwave for this baked rosogolla recipe, but you can make the baked rasgulla at home entirely on gas too without using a m

No comments