Breaking News

কোর্ট ম্যারেজ’ মানেই বিয়ে নয়








কোর্ট ম্যারেজ’ মানেই বিয়ে নয়

সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম জানান, আইনে ‘কোর্ট ম্যারেজ’ বলে কোনো বিধান নেই এবং এর কোনো ভিত্তিও নেই। এটি একটি লোকমুখে প্রচলিত শব্দ।

তিনি আরও জানান, ‘কোর্ট ম্যারেজ’ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে বিয়ের ঘোষণা দেওয়াকেই বোঝান হয়ে থাকে। এ হলফনামাটি ২০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন করা হয়ে থাকে।

এ হলফনামাটি সম্পন্ন করলেই আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়ে গেছে, এটি বলা যাবে না। এটি বিয়ের ঘোষণামাত্র। অর্থাৎ এ হলফনামার মাধ্যমে বর-কনে নিজেদের মধ্যে আইন অনুযায়ী বিয়ে হয়েছে, এ মর্মে ঘোষণা দেয়।

স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক আইন অনুযায়ী প্রথমে বিয়ে সম্পন্ন করতে হবে। তারপর তারা ইচ্ছা করলে এ হলফনামা করে রাখতে পারেন। 

পারিবারিক আইন অনুযায়ি বিয়ে না করে শুধু এ হলফনামা সম্পন্ন করা উচিত নয়।  

বিশেষ বিবাহ আইন

তানজিম জানান, ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিয়ের ক্ষেত্রে ১৮৭২ সালের বিশেষ বিয়ে আইন রয়েছে।

এই আইন অনুযায়ী বিশেষ বিয়ের জন্য একজন রেজিস্টার থাকে। প্রথমত বৈধ বিয়ে করা হচ্ছে এই হিসেবে এফিডেভিট করতে হয়, পরে রেজিস্টারের কাছে হলফনামা জমা দেয়।

এর ১৪ দিন পর একটি নোটিশ দেওয়া হয়। পরে নোটিশ নিয়ে রেজিস্টারের কাছে গেলে বিয়ে নিবন্ধিত করা হয়।

প্রথম ওভারে ২ উইকেট নিয়ে সুর বেঁধে দিলেন ফজলহক ফারুকি। দারুণ সঙ্গত করলেন মোহাম্মদ নবি, মুজিব উর রহমানরা। তাদের দুর্দান্ত বোলিংয়ে একশ পেরিয়েই থেমে গেল শ্রীলঙ্কার ইনিংস। বাকিটা অনায়াসেই সারলেন ব‍্যাটসম‍্যানরা। এশিয়া কাপে উড়ন্ত সূচনা পেল আফগানিস্তান।

দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম‍্যাচে ৮ উইকেটে জিতেছে নবির দল। শ্রীলঙ্কার ১০৫ রান পেরিয়ে গেছে ৫৯ বল বাকি থাকতে।


Download File

‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল আফগানিস্তান।

(বিস্তারিত আসছে)

No comments