Breaking News

শপিং করুন

 


৪। ভালো লাগা কাজগুলোতে ডুবে থাকুন

কি কি কাজ করলে আপনি ভালো থাকেন সেইগুলো আগে জানুন। তারপর যেসব কাজ ভালো লাগে সেইসব কাজ করুন।

ওইসব কাজে কোন বাধা এলে সেই বাধার জন্য মনকে ভারাক্রান্ত না করে, কি করে সেই বাধা কাটিয়ে ওঠা যায়- তা নিয়ে ধারণা করুন।

বাধা কাটিয়ে ওঠার জন্য বেশীরভাগ ক্ষেত্রে পরিশ্রমই করতে হয়।

৫। মন ভালো রাখতে নিজেকে সাজান আর আয়নাতে মুখ দেখুন

আপনি যখন নিজেকে সুসজ্জিত করেন, আপনার মধ্যে একটা পজিটিভ শক্তি কাজ করে।

আপনি তখন নিজেকে আরও কিভাবে সুন্দর করা যায়, স্মার্ট আউটলুক দেওয়া যায়-  তাই নিয়ে ভাবতে থাকেন। আর সেইসব উপায়গুলো খুঁজে বার করে পূর্ণ করতে পারলে, আপনি গর্ববোধ করবেন।

নিজেকে সুসজ্জিত করা খুবই দরকার- মন ভালো থাকবে
কে না চায় সাজতে

৬। স্বনির্ভর হন

আপনি নিজেকে আরও সুন্দর করতে পারবেন যখন আপনি স্বনির্ভর হবেন। আপনার চেহারাতে উজ্জ্ব্যল্য ফিরে আসবে।

টাকাপয়সা রোজগারের দিকে আপনাকে স্বনির্ভর হতে হবে যাতে করে আপনি নিজেকে সাহায্য করতে পারেন; অন্যদের

যারা অভাবের অন্ধকারে আচ্ছন্ন তাদের কিছু দান করতে পারেন।

৭। মন ভালো রাখতে দান করুন

দান করার জন্য অপেক্ষা করবেন না। আপনার কখন প্রচুর টাকা হবে তার জন্য অপেক্ষা করবেন না ।

যখন থেকে আপনি স্বনির্ভর তখন থেকেই দান শুরু করুন। আপনার সাধ্যের মধ্যে যেটুকু কুলোয়, সেইটুকুই দান করুন।

দান করা মানে অন্যকে খুশী করা। আর অন্যকে যখন আপনি খুশী করবেন, সেই খুশী আপনার কাছেও আসবে।

আপনার চাকুরীতে প্রমশেন হবে ,সেইদিন আপনি দান করবেন – এই আশা মন থেকে মুছে ফেলুন। 

আপনি যা দেবেন, তাই আপনার কাছে ফিরে আসবে। তাইতো, যখন আপনি স্বনির্ভর নন, তখন সাহায্যের হাত বাড়িয়ে অন্যদের খুশী দিন।

ডোনেশেন -মন ভালো রাখার জন্য
দান

৮। শপিং করুন   

নিজেকে আরও ভালোভাবে সুসজ্জিত করার জন্য যা যা লাগবে ধীরে ধীরে সেইসব কিনে ফেলুন।

একসাথে সব কেনার পরিকল্পনা করবেন না। নিজের যা যা ভালো লাগে তাই কিনুন। ভালো লাগা গুলোর মধ্যেও বৈচিত্র্য আছে।



Download File

আপনার হয়তো ৪-৫ টা কাজ ভালো লাগে। কিন্তু এই চার পাঁচটা কাজের মধ্যে কোনটা কম টাকা খরচ করেই সম্ভব হবে ,সেই কাজের জিনিষগুলো আগে কিনুন।

No comments